কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা কালেকশন বুথ, বিষ খাওয়া রোগীদের ওয়াশ শেড, টিকিট কাউন্টার, তথ্য কেন্দ্র ও স্বাস্থ্য শিক্ষাকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২৭আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারকৃত ওই উন্নয়নের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা ও কলারোয় থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ডাঃ মাহদী আল মাসুদ, তানভীর আহম্মেদ, জাহিদ আলম, মেহবুবা রহমান, ওহিদুজ্জামান, হুমায়ুন কবীর, আসিফ আহম্মেদ, হাসপাতালের প্রধান সহকারি কাম হিসাব রক্ষক আবুল কালাম,স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।
পূর্ববর্তী পোস্ট