প্রেস বিজ্ঞপ্তি : কৃষকলীগের ধানকাটা উৎসব ২০২১ উপলক্ষ্যে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় দুই কৃষকের জমির ধান কেটে দিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে নিরাপদ জোতদারের নেতৃত্বে দিনবন্ধু জোতদারের খড়মির বিলের জমির ধান কাটা হয়। ধান কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজা সুলতানা রূবি। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান। এছাড়া উক্ত ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আমির হামজা, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আমিনুর রহমান, সাধারণ সম্পাদক তারক বর্মন, কুশলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: ইব্রাহিম হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: ফজর আলী, সাধারণ সম্পাদক আব্দুল বারি, রতনপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মো: হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম পট। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষিকা ভবানী বৈদ্য ও গৃহিণী সবিতা জোতদার।
পরে বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নুরনগর বিলে উপজেলা কৃষকলীগের সভাপতি মুনজুর এলাহীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমানের পরিচালনায় নুরনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফার জমির ধান কাটা হয়। ধান কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজা সুলতানা রূবি। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো: জিয়াউল হক।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান কবির, কাশিমাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, কৈখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি অমল কৃষ্ণ গাইন, সাধারণ সম্পাদক মহসীন হোসাইন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, শ্যামনগর উপজেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রোমানা পারভীন, ঈশ^রীপুর ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক জি এম আবুজার, মীর শাহিনুর, ই¯্রাফিল হোসেন মঞ্জুরা পারভীন, শাহীন, ইমান আলী, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, নুর হোসেন, আব্দুল গফুর ও রফিকুল ইসলাম প্রমুখ।