শহীদ মিনারের উপর মোটরসাইকেল রাখা ইসমাইল হোসেন নামের এক চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসে দেখি অনেকেই এখানে গাড়ি রেখেছেন তাই পার্কিং এরিয়া মনে করে আমিও রেখেছি।
সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী ইমরান হুসাইনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন তো শুধু মোটরসাইকেল দেখছেন অন্য সময় ছাগল-কুকুর শহীদ মিনারের ওপর ঘুমায়, নোংরা করে তাতেও কেউ কিছু বলেনা।
ভাষা শহীদদের স্মৃতি স্তম্ভের উপর জুতা পায়ে উঠে অসম্মান করে এভাবে শহীদ মিনারকে মোটরসাইকেল গ্যারেজ হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে জানতে চাইলে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাইদ বলেন, আসলে আজকে আমি কলেজে ছিলাম না এজন্য ঘটনাটি জানিনা। তবে এধরণের ঘটনা ঘটতে পারে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার কারণে। আমি বিআরটিএ’কে আমাদের কলেজ থেকে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য বলেছি ভবিষ্যতে আর এমনটি হবেনা।
তিনি আরও বলেন, আমাদের শহীদ মিনারটি কলেজ ক্যাম্পাসের বাইরে হওয়ায় একটু অসুবিধা হয়। তবে সে সমস্যাও থাকবেনা। আমাদের সদর এমপি মহোদয় কলেজ ক্যাম্পাসের ভিতরে নতুন করে শহীদ মিনার নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন। বর্ষা মৌসুম গেলেই নতুন শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হবে।