কালিগঞ্জ প্রতিনিধিঃ
“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার! তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় অডিটোরিয়ামে তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় তিনি বলেন সরকারের সকল উন্নয়নের তথ্য জানার অধিকার সবার রয়েছে।
এ জন্য তথ্য অধিকার আইনে আবেদন করলে প্রত্যেক সরকারি দপ্তরের কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য থাকবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু সঞ্চালনায় অালোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর স্মৃতি কণা রায় প্রমুখ। বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।