নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় এস.ই.আই.পি প্রকল্পের আওতায় “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও ড্রাইভিং লাইসেন্স বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিনত করছে। বিভিন্ন কোর্সের মেয়াদে ট্রেনিং গ্রহণ করে বিদেশ যাচ্ছে।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ কার্যক্রম খুবই প্রশংসনীয়। সাতক্ষীরার মাটি যেমন উর্বর তেমন সাতক্ষীরার মানুষদের মেধাও খুবই ভাল। এ জেলার মানুষেরা দেশের গুরুত্বপূর্ণ পদে সুনামের সহিত কাজ করছে। তবে ২০১৩ সালের কুকর্মের কারণে এ জেলার উন্নয়ন একটু পিছিয়ে আছে। এস.ই.আই.পি প্রকল্পের আওতায় কেক কেটে “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় এবং ২৫ জন প্রশিক্ষাণার্থীর মাঝে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়। “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সে ৪০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ শুরু হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অটোমোবাইল বিভাগীয় প্রধান মো. মেহেদী হাসান, ওয়েল্ডিং বিভাগীয় প্রধান মো. তৌহিদুল আলম শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।