প্রেস বিজ্ঞপ্তি : এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কোলকাতার ইনফরমেশনের জন্য “লাইফ এন্ড হেল্থ ইনফরমেশন সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সিওক হেল্থ কেয়ারের তত্ত্বাবধায়নে সুলতান সমবায় মার্কেটের ৪র্থ তলায় এই ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
পরে লেকভিউ ক্যাপে এন্ড রেস্টুরেন্টে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কোলকাতা এর সি.ই.ও. রানা দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কোলকাতার ডাঃ আশফাক আহম্মেদ, ডাঃ মানিশ কুমার জেইন, ডাঃ সুভাদীপ চক্রবর্তী, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার,
সিওক হেল্থ কেয়ারের কর্মকর্তা এমএম মাসুমুজ্জামান, অমিতাভ ভট্টাচার্য, লাইফ এন্ড হেল্থ ইনফরমেশন, সাতক্ষীরার পরিচালক কাজী ফারুক হাসান। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম দুলু, কলারোয়া উপজেলার সভাপতি নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক আবু কওসার, আলমগীর হোসেন, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, হাদীউজ্জামান, বিধান বিশ্বাস, আক্তার হোসেন, আনোয়ার পারভেজ, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান, আবুল বাশার, প্রশান্ত ঢালী, জামিলুর বাসার, শফিকুল ইসলাম, আল আমিন হোসেন, অর্নিবান সরকার প্রমুখ।