নিজস্ব প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যের আলোকে শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উচ্চমুল্য ফসল উৎপাদনকারী সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ব্লকের শংকরকাটি আইপিএম কৃষি ক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব সুজয় চৌধুরী, খামারবাড়ি সাতক্ষীরার প্রশিক্ষণ অফিসার
এস এম খালিদ সাইফুল্লাহ, বিএডিসি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী ইবনে সিনা, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবল আহমেদ, শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান, কামরুল ইসলাম সহ এসএসিপি গ্রুপের সদস্য বৃন্দ।
মত বিনিময় সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শংকরকাটি গ্রামের মোক্তার হোসেনের উচ্চমুল্য ফসল উৎপাদনকারী প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন।