তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা রিয়াজুল ইসলাম মোড়ল কে আটক করেছে তালা থানা পুলিশ। সে উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত্য বাসতুল্ল মোড়লের ছেলে।
এঘটনায় তাকে মুক্ত করার জন্য তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায় সাইদুর রহমানের নেতৃত্বে সৈয়দ আজম হোসেন, নাজমুল ইসলাম খান ও মোড়ল আব্দুর রহিম ওরফে সার্জেন্ট রহিম সহ ২ শতাধিক লোক থানা ঘেরাও করে। এসময় থানা এলাকায় থমথমে ভাব বিরাজ করে। ওসি সহ সকল পুলিশ সদস্যদের আতঙ্কিত থাকতে দেখা যায়। খবর পেয়ে সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তার সার্থে আটক রিয়াজুল কে ডিবি কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন।
রবিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে তালার শেখের হাট বাজার থেকে একাধিক চুরি ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলা ও ৫ আগষ্ট জেল পলাতোক আসামী রিয়াজুল মোড়লকে গ্রেফতার করে পুলিশ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আটক রিয়াজুল কে ছাড়াতে রাত ৯ টার দিকে যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে তালা থানা ঘেরাও করে। এসময় ওসি সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে হুমকি সহ বিভিন্ন ভাবে বল প্রয়োগ করার ফলে পুলিশের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান, রিয়াজুল দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। চুরি, ডাকাতি, ছিনতাই মামলায় একাধিক বার পুলিশ র্যাবের হাতে আটক হয়েছে সে। এসব মামলা সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন আদালতে চলমান রয়েছে।
তারা বলেন, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে সাতক্ষীরার জেল ভেঙ্গে পালিয়ে এলাকায় ফিরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতেই স্বদেশ ঘোষ, তুষার কান্তি ঘোষ, পঞ্চানন ঘোঘের দোকান ভাংচুর ও লুটপাট করে। তাদের দোকানে থেকে শত শত বস্তা গোখাদ্য, মাছের ফিড, ওষধ, কেরোসিন, ডিজেলের ব্যারেল ব্যারেল তেল লুটপাট করে। এরপর থেকে লুটপাটের ভয় দেখিয়ে এলাকার প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অংকের টাকা চাঁদা আদায় করে সে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ভয় ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে। মোটা অংকের টাকা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
ঘটনার সময় উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান আমাদের থানায় আসতে বলেন। আমরা থানায় হাজির হয়ে দেখি পুলিশের সাথে তাদের ঝগড়া হচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমরা চলে আসি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, রিয়াজুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ থাকায় পুলিশের একটি টিম তালার শেখেরহাট বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়াতে যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে রাত ৯ টার দিকে দুই শতাধিক দুষ্কৃতিকারী থানার চারিদিকে ঘিরে রেখে থানা ও পুলিশ অবরুদ্ধ করে। থানা পুলিমের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গলে উদ্ধাতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আসামি রিয়াজুলকে সার্কেল স্যারের উপস্থিতিতে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।