কলারোয়া ডেস্ক : কলারোয়ায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ উদযাপন উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ শীর্ষক ওই অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সমবায় অফিসার নওশের আলী, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এনজিও কর্মীরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট