নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় এবং সংরক্ষিত সংসাদের প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধব অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী এড. ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোসনা আরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের লায়লা পারভীন সেজুতি, মমতাজুন নাহার ঝরণা, তহমিনা ইসলাম মনি, সালেহা আক্তার, শাকিলা ইসলাম জুই, রওশন আরা রুবিসহ জেলা মহিলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুকে অবমাননা করে তারা পাকিস্তানের গুপ্তচর। যারা বঙ্গবন্ধুর কন্যাকে অবমাননা করে তাদের এ দেশে থাকার অধিকার নেই। যারা নারীদের অবজ্ঞা করে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে না। এসময় অবিলম্বে বিচারপ্রতি সুরেন্দ্র সিনহার পদত্যগ ও বিচার দাবি করেন।
প্রধান বিচারপতির বিচার ও পদত্যাগের দাবিতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট