বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে ।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক। সভার স্বাগত বক্তব্যে গ্রাম আদালত সম্পর্কে বিস্তার আলোচনা করেন সভার শ্যামনগর উপজেলা ননির্বাহী অফিসার ও সভার সভাপতি মোঃ কামরুজ্জামান । কর্মশালায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম এবং আউটচির পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন।এ ছাড়া মুক্ত আলোচনা , ভিডিও চিত্র প্রদর্শনী, গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূর জাহান পারভিন ঝর্ণা, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প ককর্মকর্তা মোঃ আব্দুল গফুর, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হোসেন মিয়া, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন। এ ছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল করিম