কালিগঞ্জ ব্যুরো : ‘‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে নিরাপদ খাদ্য দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বণার্ঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নিবার্হী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয়, ভেজাল খাদ্য পরিহার, স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে চলার বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক সোহারাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লাহ, বসন্তপুর খাদ্যগুদাম কর্মকর্তা হুমায়ুন বাসিত, মিল মালিক আব্দুল গফ্ফার প্রমুখ। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি. মিল মালিক, সাংবাদিক ও সুধিবৃন্দ।
কালিগঞ্জে নিরাপদ খাদ্য দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট