কে.এম রেজাউল করিম : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ সাতক্ষীরা জেলার ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, জেলা প্রশাসকের সহধর্মীনি মিসেস সেলিনা আফরোজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ ইনোভেশন ক্যাটাগরিতে জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন ইউএনও হাফিজ-আল আসাদকে এই পুরষ্কার তুলে দেন। এই সম্মান পাওয়ায় রবিবার সকালে দেবহাটা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউএনওকে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা প্রকৌশলী মমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আলহাজ¦ আব্দুস সামাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটা ইউএনও হাফিজ আল আসাদকে শুভেচ্ছা
পূর্ববর্তী পোস্ট