কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে আন্তঃস্কুল বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার দুই দিন ব্যাপি উপজেলার উত্তরশ্রীপুর বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাশনাল ডিবেট পার্লামেন্টের আয়োজনে ও মুক্তিযোদ্ধা আতাউর রহমান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহযোগিতায় ৩ ও ৪ মার্চ আন্তঃস্কুল বিতর্ক কর্মশালার সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান। অত্র বিদ্যালয়ের সভাপতি (অবসরপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা সুফী আলহাজ্ব শেখ আতাউর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম, রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ,ু প্রধান শিক্ষক রমেশ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু দাউদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক খান মইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, অবিভাবক ও সূধি মন্ডলী উপস্থিত ছিলেন। আন্তঃস্কুল বিতর্ক কর্মশালায় অংশগ্রহন কারীদের সনদ পত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ বেতার খুলনার কথক উপস্থাপক ও ডিভেট নিদের্শক খুলনা আহ্ছানউল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মমতাজ আলী।
কালিগঞ্জে আন্তঃস্কুল বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা
পূর্ববর্তী পোস্ট