দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা পরিবারের সার্বিক সহযোগীতায় বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্ত মঞ্চে উপজেলার কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, সহকারী শিক্ষা মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষিকা শেফালী মূখার্জী, মেধাবী শিক্ষার্থী আব্দুর রহমান ও শিলভী জামান বক্তব্য রাখেন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকমন্ডলী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেনৃ। অনুষ্ঠানে উপজেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত প্রাথমিকে ১৩৪ জন ও মাদ্রাসায় ১ জন শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।
দেবহাটায় প্রাথমিকে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পূর্ববর্তী পোস্ট