নিজস্ব প্রতিবেদক : ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতি পালন করায় ইটভাটার লেবারদের মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আবাদের হাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকাত আলী। এসময় বক্তব্য রাখেন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সদস্য সচিব সেলিম হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যারা সারা দিন কঠোর পরিশ্রম করে ইটভাটায় শ্রমিকের কাজ করে তাদের নায্যা মজুরি না দিয়ে মারপিট করা কোন মানুষের পরিচয় হতে পারে না। তারাও মানুষ জীবিকার তাগিতে তারা শরীরের রক্ত পানি করে। অথচ তাদের মজুরির বেলায় কেন কৃপণতা। শ্রমিকরা ন্যায্য মজুরি চাওয়ায় তাদের মিথ্যা নাশকতার মামলা দেওয়ার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে শ্রমিকদের মারপিটের ঘটনায় জড়িতে দৃষ্টান্ত মূলক শাস্তি ও শ্রমিকদের ন্যায্যা মজুরি প্রদানের জন্য উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য : ন্যায্য মজুরির দাবিতে গত ১০ মার্চ স্থানীয় ইটভাটার শ্রমিকরা মিলে ৩০ মিনিটের কর্মবিরতী পালন করে। এসময় ইটভাটা সরদার বাশঘাটা গ্রামের মানু সরদার, গদাঘাটা এলাকার শরিফুল ইসলাম, বেতলা গ্রামের রেজাউল ইসলাম ও বালিয়াডাঙ্গা গ্রামের জিয়াদ আলীসহ কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে শ্রমিকদের উপর হামলা করে। এসময় তারা শ্রমিক জালাল গাজী, বাবলু, সালাউদ্দিন, ইকবাল হোসেনসহ কয়েকজন শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে। শ্রমিকদের জামায়াত-শিবিরের নাশকতার মিথ্যা মামলা আটক করার হুমকি প্রদর্শন করে। এঘটনায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে রবিবার শ্রমিকদের সাথে মানববন্ধন করে। মানববন্ধন শেষে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আগরদাড়ীতে ইটভাটার লেবারদের মারপিটের ঘটনায় মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট