নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালার সমাপনী আনুষ্টিত হয়েছে। মঙ্গল বার সন্ধ্যায় বর্ণমালা একাডেমি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনয়াতনে বর্ণমালা একাডেমি’র সভাপতি শামীমা পারভীন রত্মার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষনথীদের মাঝে সনদ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আলোচনায় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলায় শিল্প ও সাংস্কৃতিক অঙ্গণে অনেক সুনাম আছে। এই ক্ষুদে কোমলমতি নৃত্য শিল্পীরা একদিন এ জেলার জন্য আরো বেশি সুনাম বয়ে আনবে। লেখা-পড়ান পাশা পাশি সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক চর্চা করলে প্রতিভার দ্রুত বিকাশ ঘটে। আজকের ক্ষুদে নাচিয়েরা আগামী দিনের বড় মাপের নৃত্য শিল্পী হবে। অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক নাহিদা পারভীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীলা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রশিক্ষক সাইফুল ইসলাম ইভান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ নুরুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল হক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম.কামরুজ্জামান, সাংবাদিক শফিউল ইসলাম খান, বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার প্রমুখ। ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালায় ৪০ জন নৃত্য শিল্পী অংশ নিয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবৃতী শিল্পী দিল রুবা রোজ।