পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে বাগদা চিংড়ী ধোয়া দূর্গন্ধযুক্ত পানি রাস্তার পাশের ছোট পুকুরে বদ্ধ রাখায় জনদূর্ভোগের শিকার হচ্ছে সাধারন মানুষ। দূর্গন্ধ এত তিব্র যে চলাচলকারীরা বিপাকে পড়ছে বলে জানা গেছে। নুরনগর শাকিরের মোড়ের পশ্চিম পাশের মায়ের দোয়া ফিস তাদের বাগদা চিংড়ি ধোয়া পানি, উক্ত জনবহুল এলাকার চলাচলের রাস্তার পাশের ছোট পুকুরে জমা রাখায় পচা দূর্গন্ধ জনিত করনে রোগ জীবানু ছড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে। ঐ রাস্তায় চলাচল কারী স্কুল গামী শিশুরা সহ এলাকার পথচারীরা মুখে কাপড় চাপা দিয়ে চলছে বলে জানিয়েছে একাধিক সূত্র।এভাবে চলতে থাকলে উক্ত পুকুরের পাশের রাস্তা দিয়ে চলাচলকারী কোমলমতি শিশুরা এবং পাশে বসবাস কারী সাধারন মানুষরা রোগাক্রান্ত হতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা মিললে স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায় অনেকেই বিষয়টি মায়ের দোয়া ফিসের মালিক নজরুল ইসলাম ও রাশিদুলকে কয়েক বার বলা সর্তেও তারা কর্নপাত করছেন না। এমতবস্তায় এলাকাবাসি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নুরনগরে দূর্গন্ধযুক্ত পানি বদ্ধ রাখায় জনদূর্ভোগ
পূর্ববর্তী পোস্ট