কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার বামনখালী কলেজের ভূগোল বিভাগের প্রভাষক ও জয়নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভানেত্রী মনিরা বিশ্বাস (৩০) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রভাষিকা। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরুহুম প্রভাষিকা উপজেলার বসন্তপুর গ্রামের বাবু বিশ্বাসের স্ত্রী ও সাতক্ষীরার সদর থানার আইচপাড়া গ্রামের আব্দুল মজিদ সরদারের মেয়ে। শনিবার স্বামীর বাড়ি উপজেলার বসন্তপুর গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে কবরস্থ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তাঁর এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
পূর্ববর্তী পোস্ট