আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে জাহানারা আলমের রেকর্ড গড়া বোলিং তোপে ৪ উইকেটে জিতেছিল টিম টাইগ্রেস।
আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়ন্টিও ৪ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল সালমা খাতুনের দল। আইরিশ মেয়েদের দেওয়া ১২৫ রানের টার্গেটে ৫ বল এবং ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ফারজানারা। এটাই এশিয়া কাপ জয়ী টাইগ্রেসদের প্রথম সিরিজ জয়।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই জাহানারা আলমের তোপের মুখে পড়ে প্রথম উইকেট হারায় আইরিশরা। দলীয় ১৩ রানে লুইসকে (৫) ফিরিয়ে দ্বিতীয় আঘাত হানেন জাহানারা। আইরিশদের এমন মহাবিপদে হাল ধরেন অপর ওপেনার সিসিলিয়া জয়েস এবং অধিনায়ক লরা ড্যানলি। সিসিলিয়া ৪৭ বলে ৬০ এবং ড্যানলি ২৮ বলে ২০ রান করেন। শেষ দিকে শানা কাভানাগ ১১ বলে ১৫ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে স্বাগতিকরা।
বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন আগের দিন ৫ উইকেট শিকার করে ইতিহাস গড়া জাহানারা আলম।