তরিকুল ইসলাম লাভলু : বিগত বছরের ন্যায় “¯্রস্টার এবাদত ও সৃষ্টের সেবা” পীর কেবলা আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মহান এ ব্রতকে সামনে রেখে পীর কেবলা প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৩০ জুন থেকে ৩ দিন ব্যাপি হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ২ জুলাই সোমবার বেলা ১২টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও মিশন কর্মকর্তা আলহাজ্জ আবুল ফজল এর সঞ্চালনায় মিশনের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মিশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান ও নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা মোহম্মদ আলী (গাজীরহাট) ও মো. গোলাম মোস্তফা (কামটা)। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. হাবিবুর রহমান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশন কর্মকর্তা মো এনামুল হক খোকন, মো. মুজিবর রহমান, মো. খায়রুল হাসান, প্রশিক্ষক কাজী জিলানী, মো. আবুল কাশেম, মো, রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ও সংবাদকর্মী মো.মনিরুজ্জামান মহসিন,সংবাদকর্মী মো. রফিকুল ইসলাম, প্রশিক্ষণার্থীবৃন্দ, মিশন অফিসের অন্যান্য স্টাফবৃন্দ। সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন পবিত্র হজ্জব্রত পালনের লক্ষে স্থানীয়সহ বিভিন্ন স্থান হতে অংশগ্রহণকারী প্রায় ৭০জন পুরুষ-মহিলার মাঝে মিশনের পক্ষ থেকে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন শ্রদ্ধেয় খাদেম সাহেব ও মিশন কর্মকর্তাবৃন্দ। সবশেষে দোয়া পরিচালনা করেন উক্ত ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক কাজী জিলানী।
নলতা শরীফে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা
পূর্ববর্তী পোস্ট