তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর পাক রওজা শরীফ জিয়ারত করলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও প্রাক্তন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আমিনুল ইসলাম। তিনি ২ জুলাই সোমবার বেলা সাড়ে ১০টার দিকে জেলার শ্যামনগর উপজেলার একটি প্রোগ্রামে অংশগ্রহণের যোগদানের লক্ষে যাওয়ার পথে পূর্ব সূচী অনুযায়ি নলতা শরীফে নামেন। সেখানে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে অভ্যর্থনা গ্রহণ করে পাক রওজা শরীফে পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মাজার শরীফ জিয়ারত করেন। জিয়ারতে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। তারপর গেস্ট হ্্াউজে অবস্থানরত পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর সাথে কুশল বিনিময় করে শ্যামনগরের উদ্দেশ্যে নলতা শরীফ ত্যাগ করেন দুদক কমিশনার।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন দুর্নীতি কমিশন খুলনার উপ-পরিচালক মো. আবুল হোসেন, ভারপ্রাপ্ত কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাসুম, মিসেস আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি কমিশনের সভাপতি আলহাজ্জ এ কে মুনছুর আহমেদ, মিশনের যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান প্রমূখ।
নলতা পাক রওজা শরীফ জিয়ারত করলেন দুদক কমিশনার
পূর্ববর্তী পোস্ট