কে.এম রেজাউল করিম,দেবহাটা : দেবহাটায় ট্রাফিক সপ্তাহ-১৮ উপলক্ষ্যে অবৈধ মোটরযানের বিরুদ্ধে সোমবার সকাল ১০ টা থেকে উপজেলার সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ সম্মুখে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল ইয়াছিন আলী ও দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলীর নেতৃত্বে দেবহাটা থানার পুলিশের এই অবৈধ মোটরযান অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে সেবা প্রদান, রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারন মানুষ ও যাত্রীদের মধ্যে সচেতনতার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে চেকিং সহ মামলা প্রদান করা হয়। এসসময় সঠিক কাগজপত্র না থাকায় মোট ২২ টি মোটরযানের বিরুদ্ধে মামলা প্রদান করা এবং সকলকে গাড়ীর কাগজপত্র সাথে রাখার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া জীবনের মূল্যবোধে হেলমেট পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
পরে সেখানে জেলা আঃলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছেন এবং আগামী সংসদ এই অধিবেশনে এগুলো পাশ করা হবে বলে জানিয়ে সকল শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান।
দেবহাটায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান
পূর্ববর্তী পোস্ট