কলারোয়া প্রতিনিধিঃ ৪৭তম জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতার হ্যান্ডবলে (বালক) সাতক্ষীরা জেলা পর্যায়ে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আর সাতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল। জানা গেছে- অতিসম্প্রতি জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া এ ক্রীড়া প্রতিযোগিতায় দেবহাটা উপজেলাকে পরাজিত করে হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল। অপরদিকে, ‘বুক ও প্রজাপতি সাঁতারে’ প্রথম হয়েছে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম। একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সোহান পারভেজ ‘চিত সাতারে’ প্রথম হয়েছে। চ্যাম্পিয়ন হ্যান্ডবল দল ও সাতারে প্রথমরা খুলনায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। এছাড়া জেলা পর্যায়ের প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নেয় ফুটবলে কলারোয়া মডেল হাইস্কুল আর হ্যান্ডবল বালিকায় কয়লা হাইস্কুল।
জেলায় শীর্ষে হ্যান্ডবলে কলারোয়া পাইলট, সাঁতারে সোনাবাড়িয়া হাইস্কুল
পূর্ববর্তী পোস্ট