নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার কলারোয়া মডেল হাইস্কুলে নতুন ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকরা হয়েছে।
বরিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফালুৎফুল্লাহ।
‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন’শীর্ষক প্রকল্পের আওতায় ১কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন ৪তলা ভবন নির্মান বাস্তবায়ন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কলারোয়া সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবুনসর, অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলাআ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, স্কুলের অভিভাবক সদস্য অধ্যাপক আব্দুর রহিম, সাতক্ষীরা পল্লীমঙ্গল কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ইউনুছ আলী, শেখ আমানুল¬াহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরাপারভীন, পৌরসভারপ্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধানশিক্ষক আমানউল্লাহ আমান।
সিনিয়র শিক্ষক মোস্তফাবাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা ভূট্টোলালগাইন, পৌর প্রকৌশলী অজিহার রহমান, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, আব্দুল আলিম, শামছুল হক, মুজিবর রহমান, ইমাদুল হক সহ অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। পরে তিনি নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। এর আগে মডেল হাইস্কুলে পৌছুলে মুস্তফালুৎফুল্লাহ এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন শিক্ষার্থী ও স্কাউটাররা।
কলারোয়া মডেল হাইস্কুলে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পূর্ববর্তী পোস্ট