বিনোদনের খবর: গানের অ্যালবাম বের হয় বিভিন্নভাবে। একক, দ্বৈত কিংবা অনেকের গান একসঙ্গে করেও অ্যালবাম বের হয়। আবার একই গানে বেশ কয়েকজন শিল্পীর কণ্ঠও শোনা যায়।
কিন্তু এবার একই গানে একশ ২৪ দেশের শিল্পীর কণ্ঠ শোনা গেছে। তাতে শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন, নেপাল, কিরগিস্তান, ওমান, আজারবাইজান, জার্মানিসহ মোট একশ ২৪ দেশের শিল্পী কণ্ঠ দিয়েছেন।
সেই গানে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যাও কণ্ঠ দিয়েছেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ওই গানটি পোস্ট করা হয়।
মাত্র ১০ ঘণ্টায় সেটা দেখা হয়েছে ১১ হাজার বার। শেয়ার করা হয়েছে পাঁচশ ১৬ বার। অনেকেই সেখানে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কমেন্টও পড়েছে বেশ কিছু।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ওই গানের প্রসঙ্গে জানানো হয়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ১২৪ দেশের কণ্ঠশিল্পীদের গাওয়া ওই গানটি রিলিজ দিয়েছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, মহাত্মা গান্ধীর একশ ৫০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে একশ ২৪ দেশের কণ্ঠ শিল্পীদের অংশগ্রহণে গান্ধীর পছন্দের ভজনটি গাওয়ানো হয়। গানটির শিরোনাম ‘বৈষ্ণব জান তো’।
১২৪ দেশের যৌথ গানে বাংলাদেশের বন্যা
পূর্ববর্তী পোস্ট