অনলাইন ডেস্ক: জাতীয় নির্বাচন সামনে রেখে ইশতেহারের খসড়া, সম্ভাব্য প্রার্থী তালিকা, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে ৩০ লাখ রঙিন পোস্টার ছাপানোসহ বিভিন্ন নির্বাচনী কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে ক্ষমতাসীনরা।
তফসিল ঘোষণার পরপরই যাবতীয় প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তারা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্র আরও জানায়, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই তিন হাজার ‘মাস্টার ট্রেইনারের’ নাম চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়াসহ তৃণমূলের সঙ্গে মতবিনিময় করতে তাদের চলতি মাসেই গণভবনে ডাকা হতে পারে। সেখানে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক/আইন বিষয়ক সম্পাদক পর্যায়ের দুই হাজার নেতা উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ইশতেহার তৈরির কাজ শেষের দিকে। উন্নয়ন, তারুণ্য, নারীর ক্ষমতায়নসহ সমসাময়িক বিষয় এবারের ইশতেহারে বেশি গুরুত্ব পেয়েছে।
এছাড়া পোলিং এজেন্ট ট্রেইনারদেরও প্রশিক্ষণ গুছিয়ে আনা হয়েছে। পাশাপাশি নির্বাচনী ‘স্লোগান’ চূড়ান্ত করার কাজ চলছে। প্রধানমন্ত্রী চমকপ্রদ, আধুনিক ও সাধারণ মানুষের বোধগম্য হয়- এমন স্লোগান তৈরির নির্দেশ দিয়েছেন।
সমসাময়িক বিভিন্ন বিষয় সংবলিত বেশকিছু ‘নির্বাচনী স্লোগান’ প্রস্তাব আমাদের হাতে এসেছে। এগুলোর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে নেত্রীকে (শেখ হাসিনা) দেখিয়েছি।
তিনি আরও সুন্দর স্লোগান প্রত্যাশা করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইশতেহারসহ অন্যান্য কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান ড. রাজ্জাক ।
দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ গুছিয়ে এনেছে আওয়ামী লীগ। জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের এসব প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগের ১৩০ জন বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী ‘ট্রেইনিং অব ট্রেইনার্স’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এসব প্রশিক্ষকরা স্থানীয় পর্যায়ে প্রায় ১২ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ প্রদান করবেন।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত ৩০ লাখ রঙিন পোস্টার খুব শিগগির পাঠানো হচ্ছে তৃণমূলে। এসব পোস্টার ছাপানোর কাজ শেষের দিকে। তফসিল ঘোষণার আগেই এগুলো প্রতিটি নির্বাচনী আসনে দৃশ্যমান হবে। প্রতি নির্বাচনী আসনে ১০ হাজার করে পোস্টার সরবরাহ করা হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি যুক্ত এসব পোস্টারে এ সরকারের আমলে বাস্তবায়নাধীন বিভিন্ন মেগা প্রকল্পের স্থির চিত্রও স্থান পাবে।
তথ্য সূত্র: যুগান্তর