পাইকগাছা ব্যুরো: পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, আজাহার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, মিলিজিয়াসমিন, অনিতা রানী মন্ডল, রেজাউল ইসলাম, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম ও গ্রাম আদালত প্রকল্পের মহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ সেল গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত থাকা ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সকলকে প্রশাসনের সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট