বি এম আলাউদ্দিন :
আশাশুনিতে ভাটার শ্রমিক বোঝাই বাস বিচলী বোঝাই ইঞ্জিনভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে।
বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের মৃত্যুতেঁতুলিয়া বাজার এলাকায় এঘটনা ঘটে।
লিভার সরদার শুকুর আলী গাজী জানান, তারা কাজ শেষে যশোরের বাগছড়া থেকে পাবনা (ব) ৩৮৯ নং বাসে আশাশুনির উদ্দেশ্যে আসে। বাসটি কাঁদাকাটি ইউনিয়নের মৃত্যুতেঁতুলিয়া বাজার এলাকায় পৌছালে বিচলী বোঝায় ইঞ্জিন ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জামাল গাজীর পুকুরে গিয়ে পড়ে। এতে শিশু হাসান গাজীর পেট ফেটে গেছে। আরো একজন শিশু সুমন সহ ৫ জন পুরুষ এবং মহিলার হাত পা ভাঙছে। আহতরা হলেন, লাভলু, নজরুল, আরিফুল, আঙ্গুর, সোহাগ, তৈবুর ও সাহিদা।
এছাড়াও আরো বাকি ১০-১৫ জন গুরুতর আহত হয়েছে এদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
আশাশুনিতে শ্রমিক বোঝাই বাস পুকুরে ॥ আহত -৫
পূর্ববর্তী পোস্ট