
নকশীকাঁথার পরিচালক চন্দ্রীকা ব্যানার্জী জানান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি দেওল ও খুটিকাটা এবং শ্যামনগর ইউনিয়নের জাওয়াখালি ও বেতাঙ্গী গ্রামের মোট ১০০০ পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। নানামূখী উদ্দেশ্যেকে সামনে রেখে মোট বিশটি কর্মসূচির মাধ্যমে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।