বিদেশের খবর: এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে হতাহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সন্ত্রাসীদের সঙ্গে এখনও গুলিবিনিময় চলছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর রয়েছেন। তাকে দ্রুত শ্রীনগরে সেনাবাহিনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও গুলিবিনিময় চলছে।
তবে পুলওয়ামায় ফের জঙ্গি হামলা হতে পারে রোববার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে সতর্কতার একদিন পরই পুলওয়ামায় হামলার ঘটনা ঘটল।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিল। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। ওই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়।
আবার উত্তাল কাশ্মীর, ‘বিচ্ছিন্নতাবাদীদের’ গুলিতে নিহত মেজর
পূর্ববর্তী পোস্ট