নুরনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে হাজী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় শিশু সাহিত্য গবেষণা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ২০১৯ সালে সুষ্ঠু ভাবে পবিত্র হজ্ব রওনাকারীদের করনীয় ও নিয়মাবর্তিতা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডাঃ মাহমুদুল হাসান ইসরাফিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব ডাঃ মাওঃ আবির হোসেন কাওছার। অনুষ্ঠানে ১৩ তম পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনাকারী ও রামজীবনপুর দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল হামিদের দোয়া ও মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন- আলহাজ্ব এম এ মান্ন্ান, আলহাজ্ব মোঃ আব্দুস সবুর গাজী, আলহাজ্ব আবুল খায়ের গাজী, শিশু সাহিত্য গবেষণা পরিষদের সহ-সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওঃ আব্দুল হান্নান, কোষাধক্য হাফেজ মোঃ আবু দাউদ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, নূরনগর বাজার মসজিদের পেশ ইমাম মৌলবী আব্দুল জলিল, পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনাকারী মোঃ আব্দুল মজিদ গাজী, সাবেক সেনা সদস্য মোঃ আইয়ুব আলী, মাওঃ আবুল কাশেম, আবু দাউদ, ফজের আলী, জাহাঙ্গির হোসেন সাগর, হাবিুল্লাহসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা সভায় হাজীগণ নতুন হজ্ব গমনকারীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
নূরনগরে হাজী সমাবেশ
পূর্ববর্তী পোস্ট