ফারুক হোসেন রাজ : সাতক্ষীরা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জন রোগী ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন উপজেলার গদখালি গ্রামের শফিকুল ইসলামের ছেলে শিবলী সাদিক (৩০), লোহাকড়া গ্রামের আবুল হোসেনের ছেলে শাহীন হোসেন (২৭), পাঁচপোতা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সোনিয়া খাতুন (২৬)।
কর্তব্যরত চিকিৎসক আরএমও ডাঃ সফিকুল ইসলাম বলেন, এ হাসপাতালে যারা ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন এদের সবাই ঢাকা কিংবা দেশের অন্যান্য ডেঙ্গু আক্রান্ত স্থানে বসবাস করেন অথবা ভ্রমণ করে এসেছেন।
তিনি আরও জানান, গত (২৪ জুলাই ১৯) প্রথম কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়। এর পরে গত (২৬ জুলাই ১৯) আরও ২ জন রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছেন। এদের সকলকে সার্বক্ষণিক নজরদারিতে রেখে আলাদা বেড, পর্যাপ্ত ঔষধসহ উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য কোন সরঞ্জামাদি জেলা পর্যায়ে থাকলেও উপজেলা পর্যায়ের হাসপাতালে না থাকাই তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে।