নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী ও নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এম এ জলিলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার,ইঞ্জি. মো. আবেদুর রহমান, শেখ ওবায়দুস সুলতান বাবলু, এ্যাড. ওসমান গণি, স্বপন কুমার শীল, নিত্যানন্দ সরকার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,অধ্যক্ষ শিব পদ গাইন, রওনক বাশার, অর্থ সম্পাদক স ম তুহিন, সাংগঠনিক সম্পাদক, মো. রাশেদুজ্জামান রাশি, মেহেদী আলী সুজয়,সায়েম ফেরদৌস মিতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান পলাশ, দপ্তর সম্পাদক এম বেলাল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ্র আহম্মেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদা জাহান মৌ, মহিলা ও শিশু সম্পাদক এ্যাড. নাজমুন নাহার ঝুমুর, সমাজকল্যাণ সম্পাদক আশরাফ কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিদারুল আলম হেলাল, আইন সম্পাদক এ্যাড. সালাউদ্দীন ইকবাল লোদী, কৃষি ও জলবায়ু সম্পাদক প্রভাষক বিশ্বনাথ কয়াল, বিশ^বিদ্যালয় ও কলেজ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিটু, স্কুল বিষয়ক সম্পাদক দেবাশীষ মন্ডল, সদস্য অধ্যাপক কাজী মুহম্মদ ওয়ালীউল্ল্যাহ, এ্যাড. মোস্তফা নুরুল আলম, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল, আনোয়ার জাহিদ তপন, মাধব চন্দ্র দত্ত, এ্যাড. খগেন্দ্র নাথ, মাস্টার আব্দুল জব্বার প্রমুখ। এছাড়া মঙ্গলবার দুপুরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এম এ জলিলের মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ জলিল এর মৃত্যুতে নাগরিক আন্দোলন মঞ্চের শোক
পূর্ববর্তী পোস্ট