আব্দুল আলিম: শ্যামনগরে শিক্ষা প্রশাসনের আয়োজনে বায়োমেট্রিক হাজিরা ও এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর ৭৫ নং সরকারী প্রাইমারি স্কুলে বুধবার সকাল ১০ টায় বায়োমেট্রিক পদ্ধতি উদ্বোধন করা হয়েছে।
শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়া শিক্ষকদের ও নৈতিক দায়িত্ব। প্রত্যেকেই দায়িত্ব সচেতন হলেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে। তিনি আরো বলেন, শিক্ষা খাতকে উন্নত ও সমৃদ্ধি করার লক্ষে সব কিছুই আধুনিক ডিজিটাল করা হচ্ছে। এটি তারই একটি অংশ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, ৭৫ নং সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ১৬২ নং আদর্শ সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র বিশ্বাস, ১০৭ নং শিশু শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক পরিমল কর্মকার, ম্যানেজিং কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম।এ সময় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম ও ৭৫ নং সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষিকা রিনা কর্মকার। উক্ত অনুষ্ঠান থেকে শিক্ষা অধিদপ্তরের সহায়তায় স্কুল ভিত্তিক একীভূত শিক্ষায় অন্তর্ভূক্ত ৮ জন ছাত্র/ ছাত্রীদের মাঝে হুইল চেয়ার ও ৬ জন কে হেয়ারিং এইড প্রদান করা হয়। এসময় বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে আগত প্রধান শিক্ষকগণ, অভিভাবকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দু ,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।