দেবহাটা ব্যুরো : বাঙ্গালী জাতীর জনক ও স্বাধীনতা যুদ্ধের মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মদের জানানোর লক্ষ্যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অধিনস্থ দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত যুদ্ধস্থল পরিদর্শন এবং ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মাজার জিয়ারত করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে ঘুরে বাস্তব অভিজ্ঞতা সংগ্রহের পাশাপশি কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে আলাপ-আলোচনা করে শিক্ষার্থীরা। এছাড়া বেলা ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র রূপসী ম্যানগ্রোভ বনে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক গৌর চন্দ্র পাল, আব্দুল্লাহ, সিদ্দিকুর রহমান মিঠু, ফজলুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সাংবাদিক আশরাফুল ইসলাম,আরিফুল ইসলাম প্রমুখ।
দেবহাটা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি শীর্ষক অনুষ্ঠান
পূর্ববর্তী পোস্ট