কেড়াগাছী প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাই নদী এলাকায় বাংলাদেশ- পশ্চিম বঙ্গ (ভারত) সেক্টর সাতক্ষীরা ও উত্তর ২৪ পরগনা (ভারত) সীমান্তে ১ নং মেইন পিলার এবং নিকটবর্তী পিলার সমূহ ও সোনাই নদী এলাকায় মহাপরিচালক পর্যায়ে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উভয় দেশের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল কলারোয়া সীমান্ত এলাকায় পৌছান এবং প্রথমে তলুইগাছা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা ও পরবর্তীতে সীমান্তবর্তী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আন্তর্জাতিক তীর্থস্থান শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম সংলগ্ন ১ নং সীমানা পিলার পরিদর্শন ও আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের আমন্ত্রণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় ভারত থেকে আগত ভূমি রেকর্ড ও জরিপ বিভাগের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের পাশাপাশি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ,ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলিমুল ইসলাম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোঃ শাহজাহান আলী, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক ফেরদৌস হাসান,কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ,৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন,কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কলারোয়া থানার অতিরিক্ত উপ পুলিশ পরিদর্শক (এ এস আই)মোঃ মোস্তাক সহ সঙ্গীয় ফোর্স,সীমান্ত প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ অহিদুজ্জামান খোকা,সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অর্থ সম্পাদক মোঃ হোসেন আলী, কার্যনির্বাহী সদস্য ও কলারোয়া নিউজের সহ-বার্তা সম্পাদক মিলন দত্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভীটা আশ্রমের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্দীপ রায়,বিজিবি কাকডাঙ্গা বিওপি ‘র কোম্পানি কমান্ডার মোঃ ছিদ্দিকুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।