কেড়াগাছী প্রতিনিধি: কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগ “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ ই সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ০৯ টায় ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বালিয়াডাঙ্গা বাজার পুকুরের পাশ্ববর্তী যুদ্ধ সংঘটিত হওয়ার জায়গায় বোয়ালিয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই কার্যক্রম সম্পন্ন হয় ।
এ সময় ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়াবলী গল্প করে শোনান স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাজেদ।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল,সহকারী শিক্ষক মহব্বত আলী,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মেহেদী নেওয়াজ (সোহাগ), সহ-সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান, অর্থ সম্পাদক মোঃ হোসেন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় ছাত্র ছাত্রীদের বালিয়াডাঙ্গা বাজার এলাকার মুক্তিযুদ্ধের স্পট সমূহ ঘুরে দেখানো হয়।
অপর দিকে একই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বোয়ালিয়ার মমতাজ নগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক কার্যক্রম সম্পন্ন হয় ।এ সময় মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, মোঃ জিয়াদ আলী,মোঃআইউব আলী ছাত্র ছাত্রীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান,সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন সহকারী শিক্ষক মোঃ আজমল হোসেন, সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রমুখ ।