স্পোর্টস ডেস্ক: আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কা বিপক্ষে স্বাগতিকদের ঘরের মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অপরদিকে একইদিন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলরের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বর্তমানে শ্রীলংকায় অবস্থান করছে বাংলাদেশ দল। আর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল ইমার্জিং এশিয়া কাপে খেলতে আছে বাংলাদেশে।
ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল নয়টায় মুখোমুখি হবে দুই দল। একই সময় দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম আফগানিস্তানের মোকাবেলা করবে পাকিস্তান।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয়ে বাংলাদেশ দলের নিশ্চিত হয় ম্যাক্স ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের খেলা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটি তাই স্বাগতিকদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতা! তবে এই ম্যাচটি একদিক থেকে মুমিনুলদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই ছিল বাংলাদেশের লক্ষ্য। কিন্তু সেটা পারেনি মুমিনুলের দল। কারন আসরের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গতকাল ‘টাই’ নিয়ে মাঠ ছাড়েন দু’দলের খেলোয়াড়রা। কিন্তু রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠল পাকিস্তান। আগামী ১ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ওপর সেমিফাইনালে সবার সামনে চমক হয়ে এসেছে আফগানিস্তানের নাম। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং কাপ স্বপ্ন দেখাচ্ছিল আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথের। কিন্তু ভক্তদের আশায় গুঁড়ে বালি দিয়ে টুর্নামেন্টের হট ফেবারিট ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে আফগানরাই উঠে গেল সেমিফাইনালে।
উল্লেখ্য, গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে সেমিফাইনালে উঠার পথে অনেকটাই এগিয়ে ছিল ভারত অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে আফগানিস্তান ইমার্জিং টিম। এদিন গ্রুপের অন্য ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্বব-২৩ দল। শ্রীলঙ্কার ৩১১ রানের জবাবে মালয়েশিয়া ১০৬ রানেই অল আউট।
১লা এপ্রিল:
সেমিফাইনাল-১:
বাংলাদেশ বনাম শ্রীলংকা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
সকাল ৯টায়।
সেমিফাইনাল ২:
পাকিস্তান বনাম আফগানিস্তান
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
সকাল ৯টায়।