শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় দল। এর পর দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার মাঠে নামবেন মাশরাফিরা। লক্ষ্য, আগামী জুনে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রস্তুতি পর্বটা স্বাগতিক ইংল্যান্ডে সম্পন্ন করবে বাংলাদেশ। তারও আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেবেন তামিম-সাকিবরা। সে কারণে মে মাসের শুরুর দিকেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। দেশের হয়ে খেলার জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজেকে ফিরে পেতে এই সময়টা জাতীয় দলের সঙ্গে কাটাতে চান এই পেসার। ভারতের ‘স্পোর্ট স্টার’ ম্যাগাজিনকে এমনটাই জানিয়েছেন কাটার-মাস্টার। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের দশম আসর।
জাতীয় দলের সঙ্গে থাকায় এবারের আসরে শুরু থেকে থাকার কথা ছিল না মুস্তাফিজের। তবে এবার পুরো টুর্নামেন্টেই মুস্তাফিজকে ছাড়া খেলতে হতে পারে সানরাইজার্স হায়দরাবাদকে। এমনই আভাস দিয়েছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘এবারের আসরে খুব বেশি ম্যাচ তো খেলতে পারব না। আইপিএলে গেলেও মে মাসের শুরুর দিকেই ফিরে আসতে হবে।’
এরপরই আইপিএলে না খেলার কথা জানান মুস্তাফিজ। তিনি বলেন, ‘এখনো বোর্ডের অনুমতির অপেক্ষায় আছি আমি। আর ইনজুরি থেকে ফেরার পর এখনো সেরা ছন্দে নেই। তাই এবারের আইপিএল না খেলার জন্য মাশরাফি ভাই আমাকে পরামর্শ দিয়েছেন। তাঁর পরামর্শ গুরুত্বের সঙ্গে নিয়েছি আমি। তা ছাড়া লম্বা মৌসুম ধরে খেলার জন্য আমার ফিট থাকাটা গুরুত্বপূর্ণ।’ এদিকে, সানরাইজার্স হায়দরাবাদও জেনে গেছে দলে মুস্তাফিজের না থাকার বিষয়টি।
আইপিএল না খেলতে পারলে দলকে দারুণ মিস করবেন মুস্তাফিজ। তরুণ এই পেসার বলেন, ‘হায়দরাবাদ দল থেকে অনেক কিছু শিখেছি আমি। ডেভিড ওয়ার্নার ও যুবরাজ সিং অনেক কিছু শিখিয়েছেন। দলটা অনেক ভালো। দলের সঙ্গে থাকতে পারলে অনেক ভালো লাগত।’