প্রেস বিজ্ঞপ্তি : দুর্নীতি-লুটপাট-সন্ত্রাস-সাম্প্রজ্যবাদ- সাম্প্রদায়িকতা রুখতে, ভাত ও ভোটের দাবিতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর বিকাল ৪টায় ইসলামপুর চর থেকে সাতক্ষীরা বাইপাস জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা করেন।
পদযাত্রায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন, সম্পাদক ইয়ার আলি, ক্ষেতমজুর সমিতির সম্পাদক মোঃ মাসুম মোল্লা, রহমত আলী প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী বাঁকাল ইসলামপুরে ভূমিহীনদের মাঝে খাস জমির দলির দেওয়ার ব্যবস্থা করতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল, পেয়াজ, রসুনসহ সবজির দাম কমিয়ে গরিবের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। ভূমিহীনদের উচ্ছেদের আগে পুনর্বাসন করতে হবে। প্রাণ সায়ের খাল খননের নামে তামাসা বন্ধ করে আদি ম্যাপ অনুযায়ি খালের সীমানা নির্ধারণ করে পরিকল্পিতভাবে খনন করতে হবে। খননকৃত খালের ভিতরে মাটি না রেখে পাড় থেকে দূরে রাখতে হবে। শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে।
সাতক্ষীরায় কমিউনিস্ট পার্টির পদযাত্রা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট