মাহফিজুল ইসলাম আককাজ : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরা হবে আগামী দিনের কর্ণধর। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও দেশ সম্পর্কে জ্ঞান দান করতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সন্তোষ কুমার বোস (এসকে বোস), ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও ব্রক্ষ্মরাজপুর ইউপি সদস্য এস,এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সোনিয়া পারভীন শাপলা, রাম প্রসাদ, ঠিকাদার প্রতিষ্ঠান মুক্তি কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী মাহমুদ হাসান মুক্তি প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১তলা ভবন নির্মাণ করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক এস.এম শহিদুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট