আসাদুজ্জামান: সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে জনগনকে সচেতনতার লক্ষ্যে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে সর্ববৃহৎ কাঁচাবাজার স্থানান্তর করা হযেছে। একইসাথে এই বাজার নেয়া হয়েছে পি.এন হাইস্কুল মাঠে। সেখানে ক্রেতাদের ৩ ফুট দরুত্বে গোলাকার বৃত্ত চিহ্নিত করনের মধ্য দিয়ে অস্থায়ী বাজার চালু করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল রবিবার সকালে কাঁচা বাজারের জনসমাগম এড়াতে সাতক্ষীরা পি.এন হাইস্কুল মাঠে এই কাঁচা বাজার আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করেন। এ সময় তিনি কাঁচা বাজার মনিটরিং করেন। তার সাথে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হোসেন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রামন এড়াতে নিজেদের সতর্ক থাকা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। তাই করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ও সমাজিক দুরুত্ব নিশ্চিত করতে কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট