কে.এম রেজাউল করিম: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ও দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সহযোগিতায় করোনা প্রতিরোধ ও সতর্কতা কার্যক্রমের উদ্বোধন রবিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, সাবান ও মাক্স বিতরন এবং উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় জীবানুনাশক ঔষধ স্প্রের উদ্ধোধনকালে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারনে কেউ ভয় বা আতঙ্কিত হবেন না। সরকার সবসময় আপনাদের পাশেই আছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ আব্দুর রউফ, উপজেলা গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি ডাঃ শেখ আক্তার হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, সদস্য এস এম নাসির উদ্দীন, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পরিচালক প্রশান্ত কুমার বাপ্পী, সমিতির কর্মকর্তা রেজাউল ইসলাম, বাবলু হোসেন ও সৈয়দ লিয়াকত আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাস ভয়ঙ্কর আকার ধারন করেছে। আমরা একটু সচেতন হলেই এ ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। তিনি এসময় সরকারের আদেশ মেনে অকারনে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। ওসি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এমন এক দূর্যোগ মূহুর্তে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান। অনুষ্ঠানে ৬০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ২ শতাধিক পরিবারের মাঝে সাবান ও মাক্স বিতরন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে জীবানু নাশক ঔষধ স্প্রে করা হয়।