কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের ভাড়াশিমলায় ১‘শ গ্রাম গাঁজাসহ সাহেব আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খোকার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটলী গ্রামের রজব আলীর ছেলে। থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিদর্শক হুসাইন এমদাদুল হক, উপ-সহকারী পরিদর্শক রুপক কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তার দেহ তল্লাশি করে গাজাসহ আটক করে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১১, তারিখ ০৯/০৪/২০। থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের এই দূর্যোগপূর্ণ মুহুর্ত্বে মাদক ব্যবসায়িরা সক্রিয় হয়ে উঠেছে। মাদক ব্যবসায়িকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাজাসহ মাদক ব্যবসায়ি আটক
পূর্ববর্তী পোস্ট