শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে জমিজায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় এক সাংবাদিক সহ ৩জন রক্তাত্ব জখম হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সাংবাদিক ছামিউল ইমাম আযম(মনির) বাদী হয়ে আব্দুল ওয়াদূদ গাজীকে ১নং করে ১৫ জনকে আসামী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এজাহারের অভিযোগে প্রকাশ শ্যামনগর উপজেলার ভবানিপুর মৌজার এস,এ ১০৩ নং খতিয়ানের ১৩১, ১৩৪ ও ১৩৯ দাগের ৮২ শতক জমি সাংবাদিক ছামিউল ইমাম আযম এর পিতা মরহুম নজরুল ইসলামের নামীয় সম্পত্তি। তিনি মারা যাওয়ার পর তার পুত্ররা উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছে। শনিবার অর্থাৎ ১৫ আগষ্ট সকাল সাড়ে ১০টায় তারা ধান রোপনের সময় ভবানিপুর গ্রামের মৃত মোবারক গাজীর পুত্র আব্দুল ওয়াদূদ গাজীর নেতৃত্বে শাহাদত, শহিদুল, কিসমত, আমিনুর, মিজানুর, শাহানুর, মওদূদ ও তাদের পুত্ররা এবং হরিতলার সুমন খাঁন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাংবাদিকের ধান রোপনের বাঁধা দেয়। এতে প্রতিবাদ করলে হামলাকারীরা ঔ সাংবাদিককে বেধড়ক মারপিট করে হাড়ভাঙ্গা জখম করে। এ সময় তার ভগ্নিপতি হাফেজ শাহিনুর ঠেকাতে গেলে তাকে মারপিট করায় তার দুই চোখে মারাত্মক আঘাত লাগে। এছাড়া শাহিনুরের স্ত্রী সুমাইয়া পারভীনকে বেধড়ক মারপিট করে কাপড় চোপড় ছিড়ে বেসামাল ও বেআব্র“ করে শ্লীলতাহানী ঘটায়। আহতদের মধ্যে দুই জন অর্থাৎ ছামিউল ইমাম আযম ও হাফেজ শাহিনুর শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। সুমাইয়া পারভীন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের অবস্থা আশংঙ্কা জনক। এজাহারে আরও উলেখ করা হয়েছে, ঐ জমির মধ্যে হামলাকারীদের কিছু সম্পত্তি রয়েছে মর্মে দাবি করে সাংবাদিক গংদের সহিত মনোমালিন্য করে আসছিল।
পূর্ববর্তী পোস্ট