সমুদ্রের কাছে থেকেও একটিবারের জন্য সাগর তীরে না যাওয়া রীতিমতো যেন অসম্ভব এক ব্যাপার। একজন সাধারণ মানুষ বা রাষ্ট্রনায়ক – কারও পক্ষেই সাগরের কাছে গিয়ে বালুকাবেলায় নেমে একনজর সাগর দেখার লোভ সামলানো কঠিন ব্যাপার।
তারই প্রমাণ রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। কক্সবাজার বিমানবন্দরে বোয়িং চলাচল এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের পর সৈকতে নেমে নোনা পানিতে পা ভেজালেন তিনি।
সড়ক উদ্বোধন শেষে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে আয়োজিত সুধী সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। তারপর খালি পায়ে নেমে যান ভেজা বালুকাবেলায়। সাগরের মৃদু ঢেউয়ে ভিজে যায় তার পা।
ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফরসঙ্গীরাও সাগরের পানিতে নেমে দাঁড়ান।