ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে ডুবে জনি (১৯) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) সকালে জনি পুকুরে সাঁতার কাটতে নেমে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে জনির পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি নোয়াখালীতে বলে জানা গেছে।
নিহতের সহপাঠী আমির হামজার বরাত দিয়ে পুলিশ জানায়, সাঁতার কাটতে সকালে জহুরুল হক হলের পুকুরে নামেন তিন শিক্ষার্থী। এর মধ্যে জনি ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টায় দিকে ঢামেক হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।