শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অজ্ঞাত রোগে আক্রান্ত সুপদ মন্ডল এর সুচিকিৎসার জন্য, তার দেখভালরত তরুণ সমাজ সেবক ও শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার মিস্ত্রির হাতে আর্থিক সহায়তা প্রদান করলেন জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য।
জেলেখালী ভাই ভাই সংঘের উপদেষ্টামন্ডলীর সদস্য নিউট্রিহেলথ লিমিটেডের সিনিয়র অফিসার এনামুল হক এর আর্থিক সহযোগিতায় কিছু অর্থ চিকিৎসার জন্য প্রদান করেন।
সাহায্য প্রদান কালে উপস্থিত ছিলেন জেলেখালী ভাই ভাই সংঘ এর সাধারণ সম্পাদক অলোক কুমার পরমান্য ও সাংগাঠনিক সম্পাদক সাধন কুমার পরমান্য।
“মানুষ মানুষের জন্য ” এই প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে, সামর্থ্যবানদের মানবিক সাহায্য নিয়ে এই মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানান কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য।
অজ্ঞাত রোগে আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান করলেন জেলেখালী ভাই ভাই সংঘ
পূর্ববর্তী পোস্ট

