দেবহাটা ব্যুরো : সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে মাস্ক ব্যবহার করে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে- শুক্রবার সকাল সাড়ে ৭টায় কলেজের পক্ষ থেকে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী তথা শুভাকাঙ্ক্ষী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেন ও কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মো: মইনুদ্দিন খান এর নেতৃত্বে দেবহাটা উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা প্রশাসন আয়োজিত দেবহাটা উপজেলা ফুটবল মাঠে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ ১মিনিট নিরাবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন, দিবসের শুভ উদ্বোধন ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার দল সহ বিভিন্ন দলের মার্চ পাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সকাল সাড়ে ৯টা হতে কলেজের শিক্ষক মিলনায়তনে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেন এর সভাপতিত্ব ও আলোচনার পাশাপাশি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাষ্টবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ।